মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ৩ টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। এর আগে সকাল ১০ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রদর্শনী অনুষ্ঠানস্থলে ফিরে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাণী সম্পদ উন্নয়নে সচেতনতা বৃদ্ধির জন্য এই সপ্তাহের গুরুত্ব অপরিসীম। প্রাণীসম্পদের সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা সাহা ও থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান। অতিথি বৃন্দ বলেন, প্রাণীসম্পদ সুরক্ষা এবং উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী। তিনি বলেন, এই সপ্তাহের মাধ্যমে আমরা আমাদের প্রাণীসম্পদের গুরুত্ব এবং সঠিক ব্যবস্থাপনায় জনগণকে সচেতন করতে চাই। আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে প্রাণীসম্পদ খাতকে এগিয়ে নিতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা এনায়েত হোসেন, সমবায় কর্মকর্তা এবি এম মোরশেদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার, পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম বিশ্বানন্দ পুরব্রাক্ষন, উপজেলা উপ: সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দিলিপ বালা, এলএফএ আনিসুর রহমান, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ বিশ্বজিৎ বিশ্বাস, ইউপি সদস্য এস এম বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন উদ্যোগতাগন।
