হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :

মোল্লাহাটে শুক্রবার (১৭মার্চ) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মদিনও জাতীয় শিশু দিবস ১৭মার্চ দিবস—২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শিশু সমাবেশ, আনন্দ র‌্যালি, কেক কাটা ও মিষ্টান্ন বিতরণ. আলোচনা সভা এবং শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম।

অন্যান্য অতিথিদের মাঝে বক্তব্যদেন ও উপস্থিত ছিলেন ওসি সোমেন দাশ, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মহফুজা খাতুন, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, প্রাণি সম্পদ কর্মকর্তা(ভাঃ প্রাঃ) ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ, আরএমও ডাঃ নাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ শওকাত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা শিক্ষ অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল, নির্বাচন কর্মকর্তা ইশহাক, পিআইও মোঃ মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মোরশেক আহমেদ, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, ফায়ার সার্ভিস এর সহকারী অফিসার মোঃ কামরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আম্বিয়া জামান, প্রধান শিক্ষক উম্মে হামিমা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, শিক্ষক/শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন