মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিমূলক শোভাযাত্রা, আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
“অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে রবিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার আটজুড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া।অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গ্রাম আদালত পরিষদের সদস্য মোঃ রেজাউল করিম, মোঃ জাহাঙ্গীর মোল্লা, রাজিয়া বেগম, মনিন্দ্রনাথ মন্ডল, মোঃ আশরাফুল আলম, মোঃ আইয়ুব আলী মোল্লা, মোঃ পারভেজ মিয়া, মোঃ ওলিয়ার শেখ, বিধান মন্ডল, মোঃ লিটন মোল্লা, এলাচি বেগম, সন্ধ্যা বালা, সাংবাদিক মিয়া পারভেজ আলম, শরিফুল ইসলাম দিদার, গ্রাম পুলিশ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।