মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি:
মোল্লাহাটে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে গ্রামীণ ব্যাংক উদয়পুর শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষের ১’হাজার ৬’শত চারা গ্রাহকদের মাঝে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ৪২ হাজার গাছের চারা এ শাখা থেকে বিনামূল্যে বিতরণ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া এরিয়া ম্যানেজার জুয়েল তালুকদার, শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন সহ গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণ প্রমুখ।