হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

মোল্লাহাটে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 39 ভিউজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা, ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী ও প্রধান অতিথি বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রমেশ চন্দ্র ঘোষ। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি স্মার্ট হলে বাংলাদেশ ও স্মার্ট হবে। আমাদের অর্থনীতির সফলতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। কৃষিতে উন্নত প্রযুক্তি সংযুক্ত করতে হবে। বর্তমান বিশ্বের জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে সেই জায়গাতে আমাদের প্রতিনিয়ত খাপ খাইয়ে চলতে হচ্ছে। যদি আমরা খাপ খাওয়াতে না পারি তাহলে কৃষিকে এগিয়ে নিতে পারবো না এবং দেশও পিছিয়ে পড়বে। দেশের অর্ধেক মানুষ এখনো কৃষি কাজের সাথে জড়িত। অনেক সময় হঠাৎ বৃষ্টিপাতের ফলে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়, তখন কৃষকদের করণীয় বিষয়ে তাদের জানাতে হবে, কৃষক যাতে অল্প খরচে অধিক লাভবান হয়, অধিক মুনাফা অর্জন করতে পারে সেজন্য কাজ করা প্রয়োজন। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ কবির আহমেদ, প্রচার সম্পাদক মীর মাসুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষক প্রতিনিধি বৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন