মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে, উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বাস্তবায়নে ২০২৪-২৫অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে গ্রীষ্মকালীন তিল, মুগ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিডি(শস্য)রমেশ চন্দ্র ঘোষ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।