হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে কন্যাশিশু দিবস উদযাপিত

মোল্লাহাটে কন্যাশিশু দিবস উদযাপিত

কর্তৃক Editor
০ মন্তব্য 94 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে  উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। “আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই  প্রতিপাদ্যের আলোকে
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বর্ণাঢ্য একটি র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে যেয়ে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করে, যাতে ‘কন্যাশিশুর অধিকার’ বিষয়ক নানান স্লোগান লেখা ছিল। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, কন্যাশিশুদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরা অত্যন্ত জরুরি। তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সহায়তা করতে হবে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শিউলি আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হায়দার আল, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা জান্নাতী খাতুন, উপজেলা তথ্য সেবা প্রকল্পের সমন্বয়কারী যুথিকা বিশ্বাস, জনস্বাস্থ্য  উপ সহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সাংবাদিক রায়হান শেখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন