মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
মোল্লাহাটে বৃহস্পতিবার(৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে তালের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।
জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা “বজ্রপাত প্রবন এলাকায় তালগাছ রোপণ” কর্মসুচির অংশ হিসাবে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান এর পকিল্পনা ও বাস্তবায়নে বাগেরহাট জেলায় একলক্ষ তালগাছ রোপণ করার উদ্যোগ গ্রহন করা হয়। সে আলোকে মোল্লাহাটে ১০হাজার তালের চারা রোপন করা হবে।
৭টি ইউনিয়নে ১হাজার ৪শত চারা বিতরণ করা হয়েছে, এসব তালের চারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ রক্ষনাবেক্ষন করবে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিবৃন্দ।