হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে উন্মুক্ত লটারির মাধ্যমে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই অনুষ্ঠিত।

মোল্লাহাটে উন্মুক্ত লটারির মাধ্যমে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই অনুষ্ঠিত।

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় “ভিজিডি (ভিডব্লিউবি) কার্ডের উপকারভোগী নির্বাচন উপলক্ষ্যে লটারির মাধ্যমে উন্মুক্ত ও স্বচ্ছ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ বাছাই অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সাতটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভাপতি বক্তব্যে ইউএনও বলেন, “উন্মুক্ত লটারি পদ্ধতির মাধ্যমে উপকারভোগী নির্বাচন একটি স্বচ্ছ প্রক্রিয়া।
 এর মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন প্রকৃতভাবে যাদের প্রাপ্য, তারাই যেন এই কার্ড পান। এটা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। আজকের লটারির মাধ্যমে প্রতিটি নির্বাচিত নামের পেছনে একটি স্বচ্ছ ও বিবেকবান প্রক্রিয়া কাজ করছে।”
মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার বলেন, “ভিডব্লিউবি কর্মসূচি নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা চাই প্রকৃত দুঃস্থ নারীরাই যেন এই সুবিধা পান।
লটারির মাধ্যমে সম্পূর্ণ প্রভাবমুক্ত উপকারভোগী নির্বাচন করার এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন