মোল্লাহাট প্রতিনিধি:
মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীকে বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। শনিবার (৯ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, সঞ্চালনা করেন সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সিনিয়র শিক্ষক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় বিদায় অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে ইউএনও হরেকৃষ্ণ অধিকারীর কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব, প্রশাসনিক দূরদর্শিতা ও শিক্ষা উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন।
বিদায়ী অতিথি ইউএনও তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “এই উপজেলার মানুষের আন্তরিকতা, শিক্ষক সমাজের ঐক্য এবং শিক্ষার প্রতি দায়বদ্ধতা আমাকে অভিভূত করেছে। আমি বিশ্বাস করি, একসাথে কাজ করলে যে কোনো সেক্টরে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। আমি যেখানে থাকি না কেন, এই উপজেলার মানুষ এবং শিক্ষকদের সম্মান আমি সবসময় হৃদয়ে ধারণ করব।