মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
মোল্লাহাটে শুক্রবার (৮সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, অধ্যক্ষ এল জাকির হোসেন, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা, সহকারী শিক্ষা অফিসার দিপংকর বিশ্বাস প্রমুখ।