মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে নীজ নীজ মতামত ব্যক্ত করেন এবং মাদক ও সন্ত্রাস দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন মোল্লাহাট আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শামীম আহমেদ, সহকারী কমিশনার(ভুমি) সুস্মিতা সাহা, এস আই মনজির আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ পুরব্রাহ্মণ, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক আহ্বায় শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ, সহ সেক্রেটারি মোঃ নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ হাসান আলী, সেক্রেটারি মোঃ পারভেজ আলম, এনসিপির উপজেলা সমন্বয়ক কেএম ফয়সাল রহমান, যুগ্ম সমন্বয়ক মিনহাজুল ইসলাম ও আলম চৌধুরী, সদস্য খায়রুজ্জামান দুখু, মতিউর রহমান ও জাতীয় ছাত্র শক্তির বাগেরহাট জেলা সদস্য সচিব সোহাগ মোল্লা রাব্বি, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম দিদার, মোঃ আরিফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক প্রতিনিধি প্রমুখ।
