হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটের নাশুখালি বাজারে একটি মিষ্টির দোকানে অগ্নিকান্ডে প্রায় ২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

মোল্লাহাটে গতকাল শনিবার (২অক্টোবর) গভীর রাতে নাশুখালি বাজারের একটি মিষ্টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী সূত্রে জানা গেছে।

আগুনে ক্ষতিগ্রস্থ মিষ্টি দোকানী মহিব্বুল মোল্লা জানান, চলমান দূর্গাপুজায় বিক্রয়ের জন্য শনিবার রাতে প্রায় দেড়লক্ষ টাকার বিভিন্ন ধরনে মিষ্টি তৈরী করে রাত বারোটার দিকে আমি এবং আমার দোকানের কারিগররা বাড়িতে যেয়ে ঘুমিয়ে পড়ি। রাত ১:৩০মিনিটের দিকে আমার ঘর মালিক বাবলু শেখ আমাকে ফোন দিয়ে জানায় যে, আমার মিষ্টির কারখানায় আগুন লেগেছে, আমি সাথে সাথে দোকানের কারিগর মোস্তাককে ফোন করে আগুন লাগার কথা জানাই, সে দ্রুত এসে দেখে ঘর মালিক বাবলু শেখ তার লোকজন নিয়ে আগুন নিভিয়ে ফেলেছে। পরবর্তীতে আমি দোকানে এসে দেখি রাতে তৈরী করা সকল মিষ্টি এবং প্রায় অর্ধ্ব লক্ষ টাকার আসবাবপত্র আগুনে পুড়েগেছে।

সে আরো জানায় দূর্গাপুজায় বেচাবিক্রির জন্য বিভিন্ন এনজিও থেকে প্রায় ৪লক্ষ টাকা ঋন নিয়ে মিষ্টির দোকানে বিনিয়োগ করেছিলো কিন্তু আগুনে তার অনেক বড় ক্ষতি হয়ে গেল। মহিব্বুল ধারণা করছে পরিকল্পিত ভাবে তার ক্ষতি সাধনের লক্ষ্যে মিষ্টি কারখানায় কেউ আগুন ধরিয়েছে। তথ্যপ্রমান পেলে সে আইনের আশ্রয় নিবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন