হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটের গাড়ফা বাজারে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা।

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে গতকাল সোমবার (৭জুন) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন উপজেলা সদরের গাড়ফা বাজারে করোনা ভাইরাস সংক্রান্ত জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার কার্যক্রম ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।

এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে, স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১৯জন ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা দায়ের এর মাধ্যমে ৭হাজার ৮শত পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয় এবং মাস্কবিহিন অনেক ব্যাক্তিকে তিনি মৌখিকভাবে সতর্ক করেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উক্ত বাজারের বাসস্ট্যান্ট, খেয়াঘাটসহ প্রধান প্রধান জনসমাগম স্থানে তিনি মাস্ক বিতরণ করেন ও কোভিড-১৯ বা করোনা ভাইরাসের ভয়াবহতার ব্যাপারে সকলকে অবহিত করেন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জাানান। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন