বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে শফিজ উদ্দিন চাপরাশি(৭৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকেরা। বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সফিজ উদ্দিন চাপারসি উপজেলা নিশানবাড়ী গ্রামের মৃত তাছেন উদ্দিন চাপড়াশির ছেলে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মোশারফে হোসেন তালুকদারকে পুলিশ আটক করেছে। মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান ,মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনাস্তা পরিদর্শন করেছেন।
নিহতের ছেলে বশির উদ্দিন চাপারসি জানান, সকালে বাবা মাঠে গরু চরাতে গেলে প্রতিবেশী মোশারেফ তালুকদার বাধা দিলে বাগা বিতন্ডার এক পর্যায়ে তার বাবাকে পিটিয়ে হত্যা করে মোশারেফ তালুকদার।
ওসি জানান, হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে মোশারেফ তালুকদার নামে একজনকে আটক করেছে।