জাতীয় ডেস্ক :
পিরোজপুরের স্বরূপকাঠির বিন্না গ্রামে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ফুপার লাঠির আঘাতে নাজমুল ইসলাম নাইম (২২) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে মো. আলিমের ঘর থেকে তার বোনের মেয়ে মুন্নির একটি মোবাইল হারিয়ে যায়। ওই সময় ঘরে মুন্নির খালাতো ভাই (নাইমের ফুপাতো ভাই) সাগর উপস্থিত ছিল।
এর সূত্র ধরে আলিমের ছেলে নাজমুল ইসলাম নাইম সাগরের কাছে মোবাইলের বিষয়ে জানতে চায়। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাগরের বাবা কাঞ্চন মিয়া পেছন থেকে একটি কাঠ দিয়ে নাইমের মাথায় আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে নাইম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এ সময় স্বজনরা উদ্ধার করে স্বরূপকাঠি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বরিশাল মেডিকেলে পাঠান। বরিশালের ডাক্তার সাগরের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন। পরে রাতে সাগরকে ঢাকায় পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই এসআই পনির খানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের কেউ বাড়ি না থাকায় ঘটনার আসল তথ্য জানা যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।