হোম আন্তর্জাতিক মোদির প্রতিশ্রুতি: ক্ষমতায় গেলে তৃতীয় বৃহৎ অর্থনীতির মধ্যে থাকবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ জুলাই) নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। খবর এনডিটিভির।

দিল্লির প্রগতি ময়দানের উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, ‘পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ভারতের সর্বত্র অবকাঠামো বদলে যাচ্ছে। ভারতে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু, সবচেয়ে উঁচুতে দীর্ঘতম টানেল, বৃহত্তম স্টেডিয়াম, বৃহত্তম মূর্তি–সবই ভারতে।’

তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশের মানুষের আকাঙ্খার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রথম মেয়াদে ভারত অর্থনীতির দিক দিয়ে বিশ্বের ১০তম স্থানে ছিল। দ্বিতীয় মেয়াদে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে।

তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের অর্থনীতির মধ্যে শীর্ষ তিনে থাকবে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমার তৃতীয় মেয়াদে ভারত শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে একটি হবে, এটি মোদির গ্যারান্টি।’

নরেন্দ্র মোদি বলেন, টুকরো টুকরো কাজ করে কোনো সমাজ বা দেশ এগিয়ে যেতে পারে না। আমোদের সরকার অনেক এগিয়ে চিন্তা করেছে। ভারত মণ্ডপম থেকে ভারতের ক্রমবর্ধমান মর্যাদা পুরো বিশ্ব দেখতে পাবে। আজ বিশ্ব স্বীকার করছে যে ভারত ‘গণতন্ত্রের মা’।

আগের সরকারের উন্নয়নের সঙ্গে তার সরকারের উন্নয়নের তুলনা টেনে প্রধানমন্ত্রী জানান, বিগত ৬০ বছরে দেশের মাত্র ২০ হাজার কিলোমিটার রেললাইনে বৈদ্যুতিকরণ করা হয়েছে। আর আমাদের সময়ে গত ৯ বছরে ৪০ হাজার কিলোমিটার রেললাইনে বৈদ্যুতিকরণ হয়েছে।

এছাড়া প্রতি মাসে ৬ কিলোমিটার মেট্রোলাইন, ২০১৪ সাল থেকে ৪ লাখ কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ, দিল্লি বিমানবন্দরের ধারণ ক্ষমতা ৫ কোটি থেকে বাড়িয়ে সাড়ে ৭ কোটি করা হয়েছে বলে ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন