হোম অন্যান্যসারাদেশ মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের কম্পিউটার চুরি

মোংলা প্রতিনিধি :

মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের অফিসিয়াল কম্পিউটার চুরি হয়েছে। কে বা কারা শনিবার (১৬ এপ্রিল) সকালে শহরের দরবেশ মোতাহার আলী সড়কে অবস্থিত সংঘের দ্বিতীয় তলার অফিস কক্ষ থেকে এটি নিয়ে গেছে। এসময় অফিস কক্ষে কেউ ছিলনা। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক সেন্টু।

সেন্টু বলেন, অফিসের জানালার গ্রিল ভেঙে কম্পিউটার ছাড়াও প্রিন্টারসহ অন্যান্য সরাঞ্জামও চুরি করে নিয়ে যায় চোরেরা। এতে তাদের ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, এই এলাকার মাদকসেবিরাই এই কাজ করে থাকতে পারে। তাদেরকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী এটি উদ্ধার করাসহ চোরদের আটক করতে পারে।

মোংলা থানার এস আই মোঃ হাদিউজ্জামান বলেন, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন