হোম খুলনাবাগেরহাট মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

কর্তৃক Editor
০ মন্তব্য 108 ভিউজ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে রবিবার সকালে বন্দরের প্রশাসনিক ভবন চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র‍্যালী জেটির গেইটে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোঃ শাহীন রহমান। পরে জেটির অভ্যন্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানে বন্দরের সেরা কৃতিত্বপূর্ণের কাজের স্বীকৃতি স্বরুপ ৩২জন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা প্রদাণ করা হয়। এছাড়া বন্দর ব্যবহারকারী হিসেবে বিশেষ অবদান রাখায় ২৯টি প্রতিষ্ঠানকেও সম্মাননা দেয়া হয়। আর এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোঃ শাহীন রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. একেএম আনিসুর রহমান, পরিচালক (বোর্ড ও জনসংযোগ) কাঁলাচাঁদ সিংহ ও পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামান।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোঃ শাহীন রহমান বলেন, বর্তমানে এ বন্দরকে ঘিরে ৫টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে আগামী ২০৩০সালে এ বন্দরে অধিক ড্রাফটের জাহাজ হ্যান্ডেলিং করা সম্ভব হবে। এতে মোংলা বন্দরের কর্মচাঞ্চল্যতা আরো অনেক বেড়ে যাবে।
উল্লেখ্য, ১৯৫০সালের ১লা ডিসেম্বর এ বন্দরটি চালনা বন্দর নামে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৭সালে এটির মোংলা বন্দর নামকরণ হয়।  #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন