হোম খুলনাবাগেরহাট মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ
মোংলা প্রতিনিধি:
বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে, এর সাগরে লঘুচাপ সৃষ্টি সম্ভাবনা রয়েছে। ফলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে শুক্রবার সকাল থেকে মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আপাতত তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন উর রশিদ বলেন, সঞ্চালনশীল মেঘমালা থেকে সাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে। তখনই বৃষ্টিপাত হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান বলেন, তিন নম্বর সংকেত জারি হলেও আবহাওয়া অনুকুলে থাকায় বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।
এদিকে টানা কয়েক সপ্তাহ ধরে মোংলার উপকূল দিয়ে বয়ে যাচ্ছে প্রচন্ড তাপদাহ। তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, তবে দেখা নেই বৃষ্টির। #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন