জসিম উদ্দিন:
শবিবার বাগেরহাটের মোংলা উপজেলার রিমঝিম চত্তরে বিএনপির উদ্যোগে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে পৌর বিএনপি,র আহবায়ক ও সাবেক মেয়র জুলফিকার আলী বক্তব্য রাখেন। এসময় তিনি জামায়াতে বিভিন্ন কর্মকান্ড নিয়ে কথা বলার এক পর্যায়ে বলেন, কোরআন শরিফের ভুল ব্যাখা দিয়ে জামায়াত মানুষদের ভুল বোঝাচ্ছে। নিজ বাসভবনে রবিবার(১৬ ফেব্রয়ারী) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জুলফিকার আলী দাবি করেন, তার ওই বক্তব্যকে ভুল ব্যাখা দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা ভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি এই অপপ্রচারের নিন্দা জানান। একই সাথে তার বক্তব্যে কোরআন সম্পর্কে যদি ভুল কিছু উচ্চারিত হয় তার জন্য তিনি মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
পূর্ববর্তী পোস্ট