হোম অন্যান্যসারাদেশ মোংলা ইপিজেডে টিকা পাচ্ছেন ৫ হাজার শ্রমিক

মোংলা প্রতিনিধি :

প্রথমবারেরমত মোংলা ইপিজেডে কর্মরত শ্রমিকদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া শুরু হয়েছে। বুধবার (১৮ জুলাই) এই ইপিজেডের বিভিন্ন কারখানায় প্রথম দফায় কর্মরত পাঁচ হাজার শ্রমিককে টিকা দেওয়া শুরু হয়। তবে এদিন ৫০০ শ্রমিককে টিকা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মোঃ মাহাবুব আহমেদ সিদ্দিক।

তিনি বলেন, এখানে মোট ৩৪ টি কারখানায় সাত হাজার শ্রমিক কর্মরত আছেন। সংক্রমণ রোধে এদের মধ্যে প্রথম দফায় পাঁচ হাজার শ্রমিকদের টিকা দেওয়া হবে। সাত হাজার শ্রমিকদের এরইমধ্যে সুরক্ষা এ্যাপের মাধ্যমে নিবন্ধন করা হয়েছে বলেও জানান তিনি।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, তাদের প্রশিক্ষত নার্সরা শ্রমিকদের এই টিকা দেন। টিকা রিজার্ভ না থাকায় প্রথম ধাপে শুধু ৫০০ জনকে এই টিকা দেওয়া হয়েছে। বাকিদের কয়েক ধাপে টিকা দেওয়া হবে।

টিকাদান কার্যক্রমের সময় উপস্থিতি ছিলেন, মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মোঃ মাহাবুব আহমেদ সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, ইপিজেডের ব্যবস্থাপক (হিসাব) মোঃ আবুল হাসান মুন্সি, উপ পরিচালক (শিল্প সম্পর্ক বিভাগ) মোঃ জহুরুল ইসলাম ও ইপিজেড মেডিক্যাল সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার অমিতাপ বিশ্বাসসহ সংশ্লিষ্ট কারখানার কর্মকর্তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন