হোম অন্যান্যসারাদেশ মোংলা ইপিজেডে আগুন; পাঁচ সদস্যের তদন্ত কমিটি

মোংলা প্রতিনিধি :

মোংলা ইপিজেডে ‘গোয়ান জিয়াম’ নামে সুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টির দিকে এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে ফায়ার সর্ভিস, নৌ বাহিনী ও মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মিরা।

এদিকে আগুনের ঘটনায় মোংলা ইপিজেড কর্তৃপক্ষের ডেপুটি ম্যানেজার মোঃ জহিরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে বাংলা ট্রিবিউনকে জানান, ইপিজেড কর্তৃপক্ষের জি এম মাহাবুব আলম সিদ্দিক। কমিটির অন্য সদস্যরা হলেন-ইপিজেডের সহকারী ম্যানেজার মোঃ মনিরুল হাসান সোহান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ হাবিবুর রহমান, তপন কুমার মন্ডল (যান্ত্রিক) ও সহকারী ব্যবস্থাপক (হিসাব) মোঃ সাখাওয়াত হোসেন।

এদের দেওয়া তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান, জি এম মাহাবুব আলম সিদ্দিক। তবে অগ্নিকান্ডের ঘটনায় ‘গোয়ান জিয়াম’ নামে চাইনিজদের ওই সতুর কারখানায় কি পরিমান অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেটি এখনও জানা যায়নি বলে জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে ৬ টার দিকে ওই কারখানার তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তুলার গোডাউনে আগুন লাগায় সে আগুন নিয়ন্ত্রনে আনতে দীর্ঘসময় বেগ পেতে হয়েছে বলে জানা গেছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন