হোম ফিচার মোংলায় ৪৮৫ পিস ইয়াবাসহ দুই মাদককারবারী আটক

মোংলা প্রতিনিধিঃ

মোংলা বন্দরের দ্বীগরাজ মহাবিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৪৮৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জেন।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টহলদল দিগরাজ বাজার কলেজ রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় সাফিন হাওলাদার(২৮) ও মোঃ শামিম শেখ(২৫), নামক দুই ব্যাক্তির শরির তল্লাশি করে ৪৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের আপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম মাজহারুল হক, এক মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ডের দাবি, আটককৃত ব্যাক্তিরা মাদক ব্যবসার পাশাপাশি মাদক সেবন করে থাকেন। তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য তারা মাদকের বড় চালান এনে ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীর কাছে বিক্রয় করেন।

আটককৃতদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, কোস্টগার্ড কতৃক আটক দুই মাদককারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতে পাঠানো হবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন