হোম খুলনাবাগেরহাট মোংলায় শিক্ষার্থীদের পিঠা উৎসব, পসরা বসে ৫০প্রকারের পিঠার

মোংলায় শিক্ষার্থীদের পিঠা উৎসব, পসরা বসে ৫০প্রকারের পিঠার

কর্তৃক Editor
০ মন্তব্য 146 ভিউজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :

মোংলায় শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজ মাঠে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজের এস, এম হাফিজুর রহমানসহ অন্যান্যরা।

পরে পিঠা উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুন নাহার রকমারী পিঠার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় স্টলের শিক্ষার্থীরা বিভিন্ন পিঠার পরিচিতি তুলে ধরেন অতিথিদের সামনে। পরে শিক্ষার্থীরা অতিথিদেরকে পিঠার আপ্যায়নও করেন। স্টলের বিভিন্ন ধরণের পিঠা-পায়েস বিক্রিও হয় ভিন্ন ভিন্ন দামে। শিক্ষার্থীদের ১০টি স্টলে প্রায় ৫০ প্রকারের পিঠা ও পায়েস পসরা বসে। এরমধ্যে পান, কুলি, পাটিসাপটা, চুই, সেয়াই, ইলিশ, কাছিপোড়া ও গোলাপের মত নানান পিঠা এবং পায়েস রয়েছে।

শীতের এ পিঠা উৎসবে কলেজ কতৃপক্ষ, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন এলাকার পিঠা প্রেমীদের আগমনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় মোংলা-রামপালের (বাগেরহাট-০৩ আসন) সাংসদ হাবিবুন নাহার বলেন, শিক্ষার্থীরা তাদের পড়াশুনার পাশাপাশি এমন সব মজাদার পিঠা তৈরি করে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। এতে তারা নিজেদের পড়াশুনার খরচ মিটানোসহ পরিবারকেও আর্থিকভাবে সহায়তা প্রদাণে ভূমিকা রাখতে পারবে। এছাড়া পিঠাসহ হাতের নানান কাজ করে কর্মদক্ষতা অর্জনসহ নিজ নিজ গুনে স্বাবলম্বি হয়ে উঠতে শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন