জাতীয় ডেস্ক :
মোংলায় চাঁদপাই রেঞ্জের শুরকির খাল সংলগ্ন আব্দুল মান্নানের বাড়ি থেকে সুন্দরবনের ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের মান্নানের বাড়ির ভেতর থেকে অজগরটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে এসেছে সাপটি।
মোংলা সুন্দরবনের চাঁদপাই স্টেশনের বনরক্ষী মিজানুর রহমান জানান, এর আগেও সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি অজগর উদ্ধার করা হয়েছে। লোকালয়ের হাঁস-মুরগির খোপ বা গাছের ডাল থেকে উদ্ধার করা হয়েছিল সেসব অজগর। শনিবার সকালে বন্যপ্রাণী সংরক্ষণ টিমের এক সদস্যের দেয়া তথ্যে মান্নানের বাড়িতে একটি অজগর ঢুকেছে–এমন খবর পেয়ে সাপটি উদ্ধার করে চাঁদপাই স্টেশনে আনা হয়। ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে হাঁস-মুরগি খাওয়ার জন্যই সাপগুলো সুন্দরবন থেকে গ্রামাঞ্চলে চলে আসছে।
পূর্ব সুন্দরবন বিভাগের স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, বনের একটি সাপ উপজেলার সুন্দরবন ইউনিয়নের শুরকির খাল সংলগ্ন মান্নানের বাড়িতে ঢুকে পড়ে। খবর পেয়ে সেখান থেকে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অজগরটি সুন্দরবনের গহিনে অবমুক্ত করা হয়েছে। এটি লম্বায় প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ১৩ কেজি।