জসিম উদ্দিন, বাগেরহাট:
মোংলায় জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য রাতের আঁধারে পথে পথে গুরে ও বাড়ি বাড়ি গিয়ে ছিন্নমূল দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন মোংলা উপজেলার সহকারী কমিশনার( ভুমি) মো: হাবিবুর রহমান। সোমবার (১৫ জানুয়ারী) দিনগত রাতে উপজেলার চিলা ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
চিলা ইউনিয়নের কয়েকজন বাসিন্ধা বলেন, গত কয়েকদিন ধরে অনেক শীত পড়ছে। আমরা নদীর কুলে বসবাস করি। এজন্য এখানে শীত অনেক বেশি। ঘরে যেসব শীত বস্ত্র আছে তা দিয়ে শীত নিবারন করা যাচ্ছেনা। আয় উপার্জন কম থাকায় শীত কম্বল বা অন্য কোন শীত বস্ত্র কিনতে পারছি না। রাতে এসিল্যান্ড স্যার কম্বল বাড়িতে এসে দিয়ে গেছে। এতে আমাদের সবার উপকার হবে।
আনু মিয়া নামক এক বৃদ্ধা বলেন, কয়েকদিন ধরে শীত পড়ছে। আমি রাতে পিঠা বেচি। আগুনের কাছে থাকলেও শীত কমে না। অনেক শীত করে। কম্বল পেয়ে আমার খুব ভালো লাগছে।
মোংলা উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) মো: হাবিবুর রহমান জানান, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হচ্ছে। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। আমরা প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল নিয়ে প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়েছিলাম। সরকারি নির্দেশনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।