জাতীয় ডেস্ক:
বাগেরহাটের মোংলায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১১ আহত হয়েছে। শুক্রবার (০৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের কাটাখালী ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ৪ জনের অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে ব্রিজ এলাকায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের লোকজন দুই গ্রুপে বিভক্ত। শুক্রবার সন্ধ্যার দিকে এনামুল কবির গ্রুপের কয়েকজন ২নং ওয়ার্ড কাটাখালী ২০০ মিটার নামের ব্রিজের ওপর ঘুরতে গেলে প্রতিপক্ষের লোকজন লোহার রড, দা, ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ১১ জন রক্তাক্ত জখম হয়। এদের মধ্যে কাদের জিলানী, মেহেদী হাসান, এনামুল কবির টিটু ও তোতা মিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারামারিতে আহত হয়ে কয়েকজন মোংলা হাসপাতালে আসে। তাদের মধ্যে ৪ জনকে খুলনায় পাঠানো হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ সামছুদ্দিন বলেন, সোনাইলতলা ২শ’ মিটার ব্রিজ এলাকায় দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা, পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত লিখিত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।