মোংলা প্রতিনিধি:
সুন্দরবনের অভ্যন্তরের খালে বিষ (কীটনাশক) মাছ ধরার অভিযোগে ইমরান হোসেন শেখ (২০) নামের যুবক কে আটক করেছে বনবিভাগ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে দুই বোতল বিষ ও বিষ মিশ্রিত বিভিন্ন প্রজাতির কিছু মাছ।
বৃহস্পতিবার রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী-কাটাখালী বডার্র এলাকার খাল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অপর ৫ জন দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে বনবিভাগ। আটক ইমরান হোসেন শেখ এর পিতা চিলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শোহরাব হোসেন শেখ।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকতার মো: বেলায়েত হোসেন নিউজনাউ কে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বনপ্রহরীরা নিয়মিত টহল দেয়ার সময় বৈদ্যমারী-কাটাখালী বডার্র এলাকার খালে কয়েক জেলেকে মাছ ধরতে দেখতে পায়।
এ সময় বনপ্রহরীদের দেখতে পেয়ে ৫ জন পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়ে ইমরান হোসেন শেখ (২০) নামের এক দুর্বৃত্ত। অভিযানকারীরা তার কাছ থেকে ৪ বোতল বিষসহ বিষ দিয়ে মারা মাছ জব্দ করে।
এ ঘটনায় ইমরানসহ পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রুবার সকালে ইমরান কে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।