হোম খুলনাবাগেরহাট মোংলায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল উত্তোলন শুরু

মোংলায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল উত্তোলন শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 74 ভিউজ

মোংলা প্রতিনিধি :

মোংলায় ৬হাজার বস্তা সরকারী চাল নিয়ে ডুবে যাওয়া বাল্কহেড এম,ভি সাফিয়া থেকে চাল উত্তোলন শুরু হয়েছে। সোমবার সকাল ৭টা থেকে এ চাল উত্তোলনের কাজ শুরু হয়। এর আগে রবিবার (৩১মার্চ) দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনায় এ বাল্কহেডটি পৌঁছালে এম,ভি শাহজাদা-০৬ নামের অপর একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ ঘটনায় ধাক্কা দেয়া কার্গো জাহাজটি আটক করেছে নৌপুলিশ।

নৌপুলিশ কর্মকর্তা সৈয়দ ফকরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে গরীব অসহায়দের জন্য রবিবার (৩১মার্চ) সকালে খুলনার সরকারী খাদ্য গুদাম থেকে ৬হাজার বস্তার ১৭৫মেট্টিক টন চাল নিয়ে মোংলার খাদ্য গুদামের উদ্দেশ্য এম,ভি সাফিয়া নামের একটি বাল্কহেড জাহাজ ছেড়ে আসে। এরপর বাল্কহেডটি দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছালে পিছন দিক থেকে আসা এম,ভি তো শাহাজাদা-০৬’নামের অপর একটি কার্গো জাহাজ ধাক্কা দিলে সরকারী চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড জাহাজ এম,ভি সাফিয়া।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন