হোম খুলনাবাগেরহাট মোংলায় কিশোরী নিলার আত্মহত্যা: ধর্ষণ সহযোগিতায় অভিযুক্ত আরেক আসামি গ্রেপ্তার

মোংলায় কিশোরী নিলার আত্মহত্যা: ধর্ষণ সহযোগিতায় অভিযুক্ত আরেক আসামি গ্রেপ্তার

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ
মোংলা প্রতিনিধি:
মোংলায় কিশোরী নিলা হোসেনের (১৪) আত্মহত্যা প্ররোচনার মামলায় ধর্ষণের সহযোগিতার অভিযোগে অভিযুক্ত আরেক আসামী মো. সজীব হাওলাদার (২২) গ্রেপ্তার হয়েছেন। শহরতলীর চৌকিদারের মোড় এলাকা থেকে র‍্যাবের সহযোগীতায় পুলিশ তাকে আটক করে। সোমবার দিনে মোংলা থানায় হাজির করলে পুলিশ তাকে জেলহাজতে পাঠায়। পৌরসভার জয় বাংলা এলাকার কবির হাওলাদারের ছেলে সজীব হাওলাদার মামলার এজাহার নামীয় আসামী।
মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সজীব ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।এছাড়া মামলার প্রধান আসামি মো. আসহাবুল ইয়ামিন (২৪) এর আগেই গ্রেপ্তার হয়েছেন। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের মাধবী কলোনির বাসিন্দা এবং তার বাবা বলাকা নামক মোংলা বন্দরের একটা নৌযানে মাস্টার পদে কর্মরত।
মামলার সূত্রে জানা যায়, সখ্যতার এক পর্যায়ে ভিকটিম নিলাকে সুন্দরবনে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে তা ভিডিও করে রাখে আসহাবুল গং। পরে ওই ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাক মেইলের মাধ্যমে আরো কয়েক দফা ধর্ষণ করে আহসাবুল ইয়ামিন। সজীব হাওলাদার ও অন্য এক তরুণী এইসব ঘটনায় সহযোগিতা করেন। পরে মানুষিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গত ১৫ ডিসেম্বর রাতে নীলা আত্মহত্যা করে।পুলিশ বলছে, মামলার অন্য আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ মামলা নিয়ে বেশী বাড়াবাড়ি না করা ও মামলা প্রত্যাহারের জন্য আসামীদের পক্ষ থেকে বাদীর স্বজনদের ফোনসহ বিভিন্ন মাধ্যমে নানাভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে মামলার বাদী ও মৃতের পিতা আলী হোসেন বাচ্চু অভিযোগ করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন