হোম খুলনাবাগেরহাট মোংলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চিংড়ি ঘের দখলের অভিযোগ, প্রতিবাদ-প্রতিকারে মানববন্ধন

মোংলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চিংড়ি ঘের দখলের অভিযোগ, প্রতিবাদ-প্রতিকারে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 115 ভিউজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :

মোংলায় চিংড়ি ঘের দখলের প্রতিবাদ ও প্রতিকারের দাবীতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের প্রধান গেইটে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে চিংড়ি ঘের মালিক মোঃ কালাম শেখ বলেন, উপজেলার মিঠাখালীর ইউনিয়নে সাঁতঘরিয়া এলাকার তার ৬বিঘার চিংড়ি ঘেরটি দুই বছর আগে দখল করেন ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল। এরপর থেকে থানা পুলিশ ও অন্যান্য জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও তিনি তার কোন প্রতিকার পাননি। দুই বছর ধরে কোন বিচার ও প্রতিকার না পেয়ে অবশেষে তার ঘের ফিরে পাওয়ার দাবীতে প্রশাসনসহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন। তিনি একজন দিনমজুর চাষী, তাই এখন ভীষণ নিরুপায় হয়ে পড়েই ঘেরটি ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন এ মানববন্ধনে। তিনি আরো বলেন, চেয়ারম্যান উৎপল ঘের দখল করে নিয়ে তাকে নানাভাবে হয়রানী করে আসছেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার মন্ডল দলীয় প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিঠাখালী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরই ক্ষমতার দাপটে জোরপূর্বকভাবে তিনি তার এলাকার বিভিন্নজনের অনন্ত ছোট-বড় মিলিয়ে ৩০/৪০টি ঘের দখল করে নেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডের কেউ প্রতিবাদ করলে উল্টো তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে থাকেন চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল বলে মানববন্ধনে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা বলেন, চেয়ারম্যান উৎপলের ভয়ে তার বিরুদ্ধে এলাকার কোন মানুষই মুখ খুলতে পারেন না।

এছাড়া উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে কাবিখা ও কাবিটা প্রকল্প, ভিজিডি-ভিজিএফ’র কার্ড ও চাল বিতরণে অনিয়মসহ বিচার-শালিশ, ওয়ারেশ কাম সার্টিফিকেট এবং নাগরিক সনদপত্র দেয়ার ক্ষেত্রে অর্থবাণিজ্যের নানান অভিযোগও রয়েছে। এসব দুর্নীতি ও অনিয়মের বিষয়ে এর আগেও তার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ এবং কয়েক দফায় মানববন্ধন কর্মসূচীও পালন করেন এলাকাবাসী। তার অনিয়মে বাঁধা দেয়ায় উপজেলা প্রশাসনের এক সরকারী কর্মকর্তাও লাঞ্ছিত হয়েছেন তার (উৎপল) আপন ভাইয়ের হাতে।

এসব বিষয়ে মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল বলেন, সাঁতঘরিয়া এলাকার কালাম শেখের ঘেরে তিনি যাননি কোনদিন। তাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে বলে দাবী করেন তিনি। আর তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়মের অভিযোগও মিথ্যা বলে দাবী চেয়ারম্যান উৎপলের।

মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার বলেন, ঘের সংক্রান্ত একটি মানববন্ধন হয়েছে শুনেছি। তবে ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন