হোম ফিচার মোংলায়ও কয়েকটি গ্রামে ঈদের নামাজ হয়েছে আজ

মোংলা প্রতিনিধি :

আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে মোংলায় কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) এ উপলক্ষে উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারে আশপাশের কয়েকটি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এদিন সাড়ে ৮ টায় চটেরহাট বাজার জামে মসজিদে ঈদের জামাত পড়েন প্রায় দু’শো নারী-পুরুষ।

মসজিদের ইমাম মাওলানা আজহারুল ইসলাম বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন থেকে সাড়ে ৩ ঘণ্টা। আর এ সময়টুকুর কারণে পুরো দিনের পাথর্ক্য হতে পারে না। তাই আমরা রোজাও রেখেছি এবং ঈদের নামাজ আদায়করেছি আরবের দেশের সাথে মিল রেখে।

এখানে মোংলা পোর্ট পৌরসভা থেকেও ঈদের নামাজ আদায় করতে আহালে হাদীস অনুসারীরর মুসল্লিরাও অংশ নেন। ঈদের নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, প্রায় ৪৫ বছর ধরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের এ গ্রামগুলোর মানুষ আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে ঈদ উদযাপন করে থাকেন।

এদিকে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য মসজিদ এলাকায় চটেরহাট পুলিশ ফাড়ী থেকে পুলিশও মোতায়েন করা হয়েছে। ঈদকে ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবার আগাম ঈদে এ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে শুধু মাত্র একটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন