জসিম উদ্দিন:
বাগেরহাটের মোংলায় খালেদা জিয়ার নামে আয়োজন করা মিলাদ মাহফিলে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় লুটপাটকারীদের হামলায় আহত হন-২ জন।
সোমবার(১২ জানুয়ারী) বিকালে মোংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট (০৩) আসনের সতন্ত্র এমপি প্রার্থী এম এ এইচ সেলিম।
এসময় তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় নাগরিকগন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করা হয়। সোমবার দুপুরে ২০/২৫ জনের সন্ত্রাসী দল রান্না করার স্থানে গিয়ে বাবুচিদের উপর হামলা করে। এসময় মাইনুল ও সোবাহান মোল্লা নামে দুইজন আহত হয়। হামলাকারীরা প্রায় আড়াই হাজার বিরয়ানীর প্যাকেট লুট করে নিয়েযায় বলে জানানো হয়।
এর আগে বিকাল সাড়ে ৫ টায় মিলাদ মাহফিল স্থল গিয়ে ক্ষুব্ধ হয়ে থানার ওসি ও ইউএনও র বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেন সতন্ত্র এমপি প্রার্থী এম এ এইচ সেলিম। মাহফিলে স্থলে উপস্থিত হয়ে হামলার ঘটনার স্থানীয় প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন, বাগেরহাট-৩ আসনের এনসিপির প্রার্থী মোল্লা রহমত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব জিল্লুর রহমান, খেলাফত মজলিস এর এমপি প্রার্থী জুলফিকার আলী। তারা এমন সন্ত্রাসী ঘটনায় নির্বাচন শান্তিপূর্ণ হওয়া নিয়ে সঙ্কা প্রকাশ করেন। দ্রুত হামলাকারীদের আটক করার দাবি জানান ৪ জন এমপি প্রার্থী।
এদিকে এসব অভিযোগের বিষয়ে বাগেরহাট-৩ আসনে বিএনপি মনোনিত এমপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণ বিধি লংঘন করেছেন স্বতন্ত্র এমপি প্রার্থী এম এ এইচ সেলিম। তিনি গরু জবাই করে মরহুমা বেগম খালেদা জিয়ার নামে মিলাদের আয়োজন করেন, মুলত এটি নির্বাচনী প্রচারণার কৌশল। মোংলা থানার সামনে হেলিপোর্ট মাঠে একই মঞ্চে ৪ জন এমপি প্রার্থী মিলাদের নামে ভোট প্রার্থনা করেন। যা নির্বাচনী আচরণ বিধি লংঘন। ফরিদুল ইসলাম আরো অভিযোগ করেন,স্বতন্ত্র এমপি প্রার্থী ২০ টির অধিক গাড়ী নিয়ে মহড়া দিয়ে নির্বাচন আচরণ বিধি অমান্য করেছেন। স্থানীয় প্রশাসনের দায়িত্ব অবহেলায় অভিযোগ তুলেন তিনি। খাবার লুটপাটের বিষয়ে বিএনপির এমপি প্রার্থীর দাবি, পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়ে তার বা বিএনপির ইমেজ নষ্ট করতে এসব সাজানো হয়েছে।
