হোম খুলনাবাগেরহাট মোংলায় মাদককারবারীর ৩ মাসের কারাদণ্ড 

মোংলায় মাদককারবারীর ৩ মাসের কারাদণ্ড 

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ
জসিম উদ্দিন:
বাগেরহাটের মোংলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক মাদককারবারীকে ৩ মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থ দন্ড করা হয়েছে। সোমবার(২৭ অক্টোবর) সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের ইন্সপেক্টর মো জাফরুল এর নেতৃত্বে মোংলার কবরস্থান সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় মো মুনসুর হেলাল মুন্সী ওরফে দুখুর শরির তল্লাশি করে ৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এর পর মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি মোবাইল কোট পরিচালনা করেন। এসময় আটক মুনসুর হেলাল কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও  একশত টাকা জরিমানা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের উপপরিচালক বুলু শেখ এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত মুনসুর হেলাল দির্ঘ দিন মাদককারবারের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়াগেছে। সে মুল মাদককারবারীর এজেন্ট হিসেবে কয়েক পিচ ইয়াবা সাথে রেখে খুচরা বিক্রি করে। আটক মুনসুর হেলাল মোংলার কবরস্থান সড়কের বাসিন্ধা মৃত মিনাজ উদ্দিন এর ছেলে। বিকালে তাকে বাগেরহাট হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন