হোম খুলনাবাগেরহাট মোংলায় পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে জুলফিকার আলী সভাপতি, সাধারণ সম্পাদক মানিক 

মোংলায় পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে জুলফিকার আলী সভাপতি, সাধারণ সম্পাদক মানিক 

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ
মোংলা প্রতিনিধি:
মোংলায় পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে মোঃ জুলফিকার আলী সভাপতি ও মোঃ মাহবুবুর রহমান মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ নাসির তালুকদার ও মোঃ গোলাম নুর জনি।
পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ আঃ রাজ্জাক জানান, ৫৭৩ ভোট পেয়ে পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জুলফিকার আলী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৪৬ ভোট। আর ২১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান মানিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমরান হোসেন পেয়েছেন ১৬৬ ভোট। অপরদিকে ২৬০ ভোট পেয়ে নাসির তালুকদার ও ২৩১ ভোট পেয়ে গোলাম নুর জনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটারের মধ্যে ৬২৪ জন তাদের ভোটারাধিকার প্রয়োগ করেছেন।
এর আগে মঙ্গলবার দুপুরে পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইন্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন