জয়দেব চক্রবর্ত্তী ,কেশবপুর(যশোর) :
দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শষান্তিপুর্ন পরিবেশে কেশবপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে এবারই প্রথম ইভি এম পদ্ধতিতে ভোট গ্রহণ হওয়ায় প্রার্থীদের অনেক কষ্ট করতে হয়েছে পদ্ধতি বোঝাতে। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম নৌকা প্রতিকে পুণরায় ১১ হাজার ৮শ ৮৮ ভোট পেয়ে বে সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন বিএনপি মনোনীত সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস (ধানের শীষ প্রতিক ) নিয়ে ২ হাজার ৩ শ ১৩ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আতিয়ার রহমান (উটপাখি) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মশিয়ার রহমান (পানির বোতল) প্রতিক নিয়ে বিব্জয়ী হয়েছেন। ৩ নম্বর ওয়ার্ডে জি এম কবীর (উটপাখি) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। ৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন বাবু (পানির বোতল) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শহিদুজ্জামান বিশ্বাস (উটপাখি) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন । ৬ নং ওয়ার্ডে মনোয়ার হোসেন (উটপাখি) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। ৭ নং ওয়ার্ডে কামাল খান (পাঞ্জাবি) প্রতিক নিয়ে বিজী হয়েছেন। ৮ নং ওয়ার্ডে আব্দুল হালিম মোড়ল (ডালিম) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এস এম এবাদত সিদ্দিক বিপুল (পানির বোতল) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে খাদিজা খাতুন (জবাফুল), সংরক্ষিত ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আছিয়া খাতুন (জবাফুল) ও সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্র্ডে আসমা খাতুন (চশমা ) প্রতিক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ।
সকাল থেকে ভোট কেদ্র সমযুহে ভোটারের উপস্থিতি ছিলো লক্ষণীয় । সে সাথে আইন শৃঙ্কলা বাহিনীর সদস্যরা ছিলেন ত’পর। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মোবাইল টীমসহ পুলিশের পাশাপাশি র্যাব, আনসার প্রতিটি কেন্দ্রে মোতায়েন ছিলো। দু একটি ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও মোটামুটি শান্তিপুর্ণ ও উ’সব মুখর পরিবেশে পবেশে ভোট
গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।