হোম জাতীয় মেহেরপুরের জামাতার হাতে শাশুড়ি খুন

জাতীয় ডেস্ক :

মেহেরপুরের গাংনীতে রঙ্গিলা খাতুন (৪৫) নামে এক নারীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে বাদশা মিয়া (২৫) নামে তার জামাতা।

নিহত রঙ্গিলা খাতুন করমদী গ্রামের সৌকত আলীর স্ত্রী। বাদশা মিয়া (২৫) একই গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে বাদশার স্ত্রী রিনি (২২)।

স্থানীয়রা জানান, (২৩ আগস্ট) সকাল ১০ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে এ ঘটনা ঘটে। শ্বশুরবাড়ি ঘরজামাই থাকত বাদশা। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে তারা। স্থানীয়রা আরও জানান, শাশুড়িকে হত্যা এবং স্ত্রীকে মারধরের পর থেকে পলাতক বাদশা মিয়া। এদিকে বাদশার স্ত্রী রিনিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। পলাতক বাদশাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আব্দুর রাজ্জাক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন