খেলাধুলা ডেস্ক :
একসঙ্গে বার্সেলোনার হয়ে দীর্ঘ ১৪ বছর খেলেছেন। ক্লাবের হয়ে এমন কোনো ট্রফি নেই, যা তারা একসঙ্গে জেতেননি। সেই লিওনেল মেসিকে পিএসজিতে যোগ দিতে দেখে ব্যথিত সাবেক সতীর্থ আন্দ্রে ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজরা।
তিন বছর আগে ইনিয়েস্তাও বার্সেলোনা ছেড়েছিলেন। যোগ দিয়েছিলেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। জাপান থেকেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বার্সেলোনার বদলে অন্য জার্সিতে ওকে দেখা কঠিন হবে। অবাক হয়েছি খুবই। এতদিন ধরে বার্সার হয়ে খেলেছে লিও।’
যদিও ইনিয়েস্তা মানছেন, কখনো কখনো পরিস্থিতির জেরে এমন সিদ্ধান্ত নিতেই হয়। তিনি বলেন, সমর্থকদেরও এই সিদ্ধান্ত মেনে নিতে হবে।
এক সময়ের সতীর্থ সম্পর্কে ইনিয়েস্তা আরও বলেন, ‘মেসির মতো সতীর্থ আগে দেখিনি। হয়তো আর কখনো দেখবো না। সব কিছুর সঙ্গে সে মানিয়ে নিতে পারে। এতদিন ধরে তার যা কীর্তি, সেদিকে চোখ রাখলেই বোঝা যাবে।’
মেসি বার্সা ছাড়লেও ইনিয়েস্তার বিশ্বাস, স্প্যানিশ ক্লাব আগের মতোই শক্তিশালী থাকবে। বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, নতুন যারা ক্লাবে এসেছে তারা নিজেদের মতো করে দলে অবদান রাখবে।’
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় অপ্রতিরোধ্য ছিলেন লিওনেল মেসি, আন্দ্রে ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজরা। তাদের মধ্যে বোঝাপড়া এতোটাই ভালো ছিল যে, মাঠের মধ্যে একে অপরকে চোখে না দেখেও অবস্থান টের পেয়ে যেতেন নিখুঁতভাবে। যার সুফল অনেকবারই পেয়েছে বার্সেলোনা।
বিশেষ করে জাভির এসিস্টে অনেক গোল করেছেন মেসি। আক্রমণ সাজানোর ক্ষেত্রে দুজনের যুগলবন্দীও হতো দারুণ। কিন্তু সবকিছুই এখন অতীত। ২০১৫ সালে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন জাভি। মেসির বার্সেলোনা থেকে বিদায়ের খবরটি একদমই মানতে পারছেন না বার্সেলোনার সাবেক এই অধিনায়ক। ক্লাবটির ইতিহাসের সেরা খেলোয়াড়ের জন্য কষ্ট পাচ্ছেন সাবেক এই মিডফিল্ডার।
মেসির পিএসজিতে যোগ দেওয়ার খবরের প্রতিক্রিয়ায় বার্সা কিংবদন্তী বলেন, ‘আমি শুধু কষ্ট পাচ্ছি মেসির জন্য। সে এবং ক্লাব কোনো সমাধান করতে পারল না- এটা দেখা সত্যিই অনেক কষ্টের। আমি জানি মেসি ক্লাবে থাকতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সমাধান পাওয়া যায়নি।’
বার্সেলোনার সাথে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টেনে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এখন শুধুই পিএসজির। প্যারিসের জায়ান্ট ক্লাবটির সবচেয়ে বড় বিজ্ঞাপনও এখন ক্ষুদে এই ফুটবল জাদুকর। মঙ্গলবার (১০ আগস্ট) ক্লাবটির সাথে চুক্তি স্বাক্ষরের পর বুধবার (১১ আগস্ট) প্রথম সংবাদ সম্মেলন করেন মেসি।
