হোম খেলাধুলা মেসির দেহরক্ষীর মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা

মেসির দেহরক্ষীর মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের এই ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই সার্বিক নিরাপত্তার জন্য একজন বডিগার্ড পান এই আর্জেন্টাইন সুপারস্টার। ইয়াসিন চুকো নামের এই বডিগার্ড সার্বক্ষণিক মেসিকে নিরাপত্তা দিয়ে থাকেন।

মাঠ ও মাঠের বাইরে মেসির ছায়া হয়ে থাকেন ইয়াসিন। কোনো ভক্ত মাঠে ঢুকে মেসির কাছে গেলেই তাকে ধরতে মাঠে ঢুকে পড়েন তিনি। তবে এমন কোনো দৃশ্যে আর দেখা যাবে না। কারণ ম্যাচ চলাকালীন সময়ে পিচের ধারে চুকোর উপস্থিত থাকার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন ইয়াসিন। তিনি বলেন, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না। আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন মাঠে প্রবেশ করেছিল। আমি যখন যুক্তরাষ্ট্রে আসি, গত ২০ মাসে এখানে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে।’

সাবেক এই সৈনিক ক্ষুব্ধ কণ্ঠে আরও বলেন, ‘এখানে একটি বিশাল সমস্যা রয়েছে, আমি কোনো সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন… আমি এমএলএস এবং কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি কাউকে ছোট করছি না, তবে ইউরোপ থেকে পাওয়া আমার অভিজ্ঞতা রয়েছে।’

মেসির ব্যক্তিগত দেহরক্ষী এখন থেকে এমএলএস বা কনকাকাফ চ্যাম্পিয়ন্সের কোনো ম্যাচে মাঠের সাইডলাইনে থাকতে পারবেন না। এই সিদ্ধান্ত ইন্টার মায়ামির জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন