হোম রাজনীতি মেলেনি জামিন, রিমান্ড শেষে কারাগারে পার্থ

মেলেনি জামিন, রিমান্ড শেষে কারাগারে পার্থ

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

রাজনীতি ডেস্ক:

রাজধানীর বনানী সেতু ভবনে হামলা ও নাশকতা মামলায় জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) দুদফায় আট দিনের রিমান্ড শেষে আন্দালিব রহমান পার্থকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন গোয়েণ্দা সংস্থার (ডিবি) পরিদর্শক আবু সাইদ মিয়া।

অপরদিকে, আসামি পক্ষে জামিন চেয়ে শুনানি করেন পার্থর আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে এ মামলায় গত ২৫ জুলাই পাঁচ দিনের ও ৩০ জুলাই তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে পার্থকে আটক করে ডিবি। পরে সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার পার্থ। এ জন্য তাকে আটক করা হতে পারে বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন