হোম খুলনাবাগেরহাট মেয়েকে ইভটিজিং করার প্রতিবাদ করায় পিতাকে মারপিট

মেয়েকে ইভটিজিং করার প্রতিবাদ করায় পিতাকে মারপিট

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে মেয়েকে ইভটিজিং করার প্রতিবাদ করায় পিতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় উপজেলার উদয়পুর ইউনিয়নের বৈঝাকী গ্রামের ভুঁইয়া বাড়ির সামনে পাকা রাস্তার উপর ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মুজাহিদুর রহমান ও মফিজ শিকদার জানান, তাদের ২ কন্যা  চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। রোজ স্কুলে যাতায়াতের সময় কাহালপুর গ্রামের ইনছান মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম তাদের পথ রোধ করে ইভটিজিং করে। এ বিষয়ে মুজাহিদ ও মফিজ স্কুলে শিক্ষকদের কাছে বিচার দেয় এবং অভিযুক্ত তাহিদুলকে স্কুলে ডেকে শিক্ষকরা শাসন করে। এ ঘটনাকে কেন্দ্র করে পুর্ব পরিকল্পনা অনুযায়ী  হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মুজাহিদুর রহমান।
ঘটনার প্রত্যক্ষদর্শী টগর শেখ জানান, মোটরসাইকেল যোগে চরকুলিয়া থেকে বাজারে যাওয়ার পথে বৈঝাকী গ্রামের ভুঁইয়া বাড়ির সামনে তৌহিদুল সহ ১০-১২ জন (কিশোর গ্যাং) দেশীয় অস্ত্রশস্ত্র হাতে তার পথ রোধ করে এবং তাকে বেধড়ক মারপিট করে, তার অসহায় পরিস্থিতি দেখে তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকে ও মারপিট করে জখম করে ঐ কিশোর গ্যাং। তাদের দুজনের ডাক চিৎকার শুনে পথচারী ও এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে। আহত মুজাহিদুর ও টগর শেখকে চিকিৎসার জন্য মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, মোটরসাইকেল যোগে চরকুলিয়া থেকে আসার সময় তৌহিদুল সহ ১০-১২টি বখাটে ছেলে ভুক্তভোগী মুজাহিদের উপর অতর্কিত হামলা চালায়, তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা পিটিয়ে গুরুতর আহত করে, এসময় টগর শেখ নামের এক ব্যক্তি তাকে রক্ষা করার জন্য এগিয়ে গেলে তাকে ও মারপিট করে আহত করে।
এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে, ভুক্তভোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন