হোম জাতীয় মেট্রোরেলের ভাড়া কমানোর বিষয় বিবেচনা করা হবে: পরিকল্পনামন্ত্রী

জাতীয় ডেস্ক:

আগামীতে মেট্রোরেলের ভাড়া যথাসম্ভব কমিয়ে রাখার বিষয় বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মেট্রোরেলের এ পথ ঠিক কতোটা যাত্রীবান্ধব হয়েছে তা সরেজমিনে দেখতে বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ভ্রমণ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম। সেখানেই এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান বলেন, প্রত্যেক প্রকল্প সময় মত বাস্তবায়ন করতে চায় সরকার। জনকল্যাণমুখী প্রকল্প করা সরকারের উদ্দেশ্য আর তাই মেট্রোরেলে আগামীতে ভাড়া যথাসম্ভব কমিয়ে রাখার বিষয় বিবেচনা করা হবে।

এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে নর্দার রুটের এমআরটি-৫ লাইন উদ্বোধন করবেন।

গত বছর বেশ ঘটা করে খুলে দেয়া হয়েছে দেশের প্রথম উড়াল মেট্টোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ। ১২ ঘণ্টা ধরে চলা এ ট্রেন প্রতিদিন গড়ে ৮০ হাজার যাত্রী আনা নেয়া করছে। মেট্রোর এ পথ ঠিক কতোটা যাত্রীবান্ধব হয়েছে তা সরেজমিনে দেখতে যান পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রী।

এসময় তারা জানান, যাতায়াতের খরচ তুলনামূলক বেশি মনে হলেও তা সমন্বয়ের চেষ্টা চলছে, জনকল্যাণমুখী প্রকল্পগুলোর লাভ খুজঁবে না সরকার।

কেবল উত্তরা থেকে আগারগাঁও নয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক এ সময় মন্ত্রীদের জানিয়েছেন, ঢাকাবাসীর যাতায়াতের সময় আর খরচ কমাতে শিগগিরই চালু হচ্ছে আরও দুটি রুট।

এসময় জানানো হয়, পর্যায়ক্রমে পুরো ঢাকাকে মেট্রোরেলের জালে বন্দি করতে চায় সরকার, ২০৩০ সালের মধ্যে যেখানে ৫০ লাখ যাত্রীর যাতায়াত যুক্ত হবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন