হোম খেলাধুলা মেজাজ গরম করে শাস্তি পেলেন তামিম

মেজাজ গরম করে শাস্তি পেলেন তামিম

কর্তৃক Editor
০ মন্তব্য 5 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের লড়াই যেন এবার অন্যমাত্রায় পৌঁছেছে। গত বিপিএলের দুই ফাইনালিস্ট মাঠেই শুধু নয়, বাইরেও প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তুলেছেন। দুই পক্ষের সোশ্যাল মিডিয়ায় খোঁচাখুচি চলছে, সবশেষ নুরুল হাসান সোহানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে অকল্পনীয় হার দেখেছে বরিশাল। রংপুরের কাছে ভাবনাতীত হারের পর মেজাজ হারিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। আচরণবিধি লংঘন করায় শাস্তিও পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার আচরণবিধির লেভেল ওয়ানের ২.৬ অনুচ্ছেদ লংঘন করেছেন তামিম। তাকে শাস্তি দেওয়ার খবর শুক্রবার সকালে একটি ইংরেজি জাতীয় দৈনিককে নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। আম্পায়ারের রিপোর্ট ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তামিমকে সতর্ক করার পাশাপাশি তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। বাঁহাতি ওপেনার শাস্তি মেনে নেওয়ায় কোনও শুনানির দরকার পড়েনি।

ম্যাচ শেষে রংপুরের ইংরেজ ব্যাটার অ্যালেক্স হেলসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় তামিমের। জানা গেছে, হেলসের মুখভঙ্গি দেখে মেজাজ হারান তিনি। তারপর শুরু হয় তর্কাতর্কি। হেলস কী বলেছিলেন তা সংবাদ সম্মেলনে তিনি জানান। তবে বেশি আক্রমণাত্মক দেখা গেছে তামিমকে।

দুজনের মধ্যে বাগবিতণ্ডা হলেও তামিম কেন একা শাস্তি পেলেন সেই ব্যাখ্যায় নিয়ামুর বলেছেন, ‘আমরা হেলস সম্পর্কে শুনেছি। কিন্তু তার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। প্রেস কনফারেন্সে হেলস যা বলেছে, আমরা সেটা বিবেচনা করিনি কারণ তা ছিল একপেশে ব্যাপার। ভিডিও ফুটেজ থেকে আমরা যে প্রমাণ পেয়েছি, তামিমকে মাঠে বেশি আক্রমণাত্মক দেখা গেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ আনার পর সতর্ক করার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।’

ম্যাচ শেষে হেলস জানান, অতীতের কিছু তিক্ত ঘটনা সম্পর্কে তাকে খোঁচা দেন তামিম। এমন বাজে আচরণের প্রতিক্রিয়া তিনিও দেখান।

একটি টিভি চ্যানেলকে হেলস জানান, ‘আমি জানি না। সে কিছু নিয়ে আপসেট ছিল। আমি তা নিশ্চিত না, হয়তো দলের হারের কারণে। আমরা হাত মেলালাম। কোনও কথা হয়নি। তারপর সে আমাকে জিজ্ঞাসা করলো, যদি কিছু তাকে বলার থাকে, যেন মুখের ওপর বলে। কিন্তু আমি তো কিছুই বলিনি।’

ইংলিশ ব্যাটার আরও বলেন, ‘তারপর সে এটাকে ব্যক্তিগতভাবে নিলো। আমাকে বললো, ইংল্যান্ডে মাদককাণ্ডে নিষিদ্ধ হয়ে বিব্রত হয়েছিলাম কি না। এখনও মাদক নেই কি না। সে খুব বাজে ব্যবহার করেছে। মাঠের ঘটনা মাঠেই রাখা উচিত। কিন্তু ব্যক্তিগত কোনও ঘটনা নিয়ে এমন আচরণ, তাও ম্যাচ শেষে, খুবই বাজে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন