হোম অন্যান্যসারাদেশ মেজর পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২

মেজর পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২

কর্তৃক Editor
০ মন্তব্য 123 ভিউজ

সংকল্প ডেস্ক :

রাজধানীর দারুসসালাম থানা এলাকা হতে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (তেজগাঁও) বিভাগ।

গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. ইউনুছার রহমান (৪০) ও মো. নাসির (৪০)।

গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন ও ভুয়া নিয়োগপত্র দেখিয়ে হাসিবুল রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় ১৬ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে বাদীর দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। সোমবার (১৬ নভেম্বর) রাতে দারুস সালাম থানার বাগবাড়ির বারোআনি পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা বিভাগের তেজগাঁও  জোনের  মোহাম্মদপুর জোনাল টিম।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন আরও জানান,গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন জেলার যুবকদের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে লাখ লাখ  টাকা হাতিয়ে নেওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ভুয়া নিয়োগপত্র, চারটি ভুয়া নিয়োগপত্রের কপি, লে. কর্নেল পদমর্যাদার কর্মকর্তার নামের সিল ও ২০টি মূল সার্টিফিকেট উদ্ধার করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন