হোম জাতীয় মেঘনায় নৌপুলিশের সঙ্গে সংঘর্ষে জেলে নিহত

জাতীয় ডেস্ক :

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় নৌপুলিশের সঙ্গে সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে ৫ নৌপুলিশসহ আরও ১০ জেলে আহত হয়েছেন ।

নিহত জেলে আমির হোসেনের ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মোহাম্মদ আলী গ্রামে মতলব রাঢ়ীর ছেলে। আহতরা লক্ষ্মীপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শনিবার (৯ এপ্রিল) রাতে ভোলা ও লক্ষ্মীপুরের মধ্যবর্তী মেঘনায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নৌপুলিশের চাঁদপুর জোনের পুলিশ সুপার মো.কামরুজ্জামান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার রাত ১০টার পর কালিগঞ্জের পূর্বদিকের মেঘনায় জাল ফেলার জন্য অপেক্ষা করছিল রাজাপুরের মনির চৌকিদারের ট্রলারের ১১ মাঝিমাল্লা। এ সময় লক্ষ্মীপুর নৌপুলিশের একটি টিম কয়েকটি ট্রলারে ধাওয়া করে।

ধাওয়া খেয়ে ওই ট্রলারগুলো বরিশালে মেহেন্দীগঞ্জের কালিগঞ্জের দিকে চলে যায়। তবে মনির চৌকিদারের ট্রলারের মাঝিমাল্লাদের সঙ্গে নৌপুলিশের সংঘর্ষ বাধে। এই মাঝিরামাল্লারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় সংঘর্ষে আমির হোসেনসহ ট্রলারের সবাই আহত হন।

নিহত আমির হোসেনের প্রতিবেশী ইউসুফ জানান, গুলিবিদ্ধ আমিরকে সকাল সাড়ে ৬টায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে সাড়ে ৭ টায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছেন। তার মাথায় গুলি লেগেছে। লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে।

এদিকে স্থানীয়রা জানান, আহতদের মধ্যে সবুজ, ট্রলার মালিক মনির চৌকিদার, মোসলেহ উদ্দিন, জাহাঙ্গীর বেপারী, সায়েদুল ইসলাম, মোক্তার জমাদার, সবুজ মাঝি, জহিরুল ইসলাম, মো ইমরানসহ ১০ জন লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি আছেন। এদের সবার বাড়ি রাজাপুর ইউনিয়নে।

মো. কামরুজ্জামান জানান, সংঘর্ষে আহত ৫ নৌপুলিশও লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি আছেন। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন