বাণিজ্য ডেস্ক:
দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে নিয়ে আসছে মেগা ক্যাম্পেইন ‘বিগ ব্যাং-২’। প্রথম ক্যাম্পেইনে সফল হওয়ার পর দ্বিতীয় ক্যাম্পেইন আরও বড় প্রস্তুতি নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইভ্যালি।
এতে বলা হয়, ‘বিগ ব্যাং-২’ ক্যাম্পেইনে স্যামসাং, ওয়ালটন, ইউসিসি, যমুনা, মিনিস্টার, ইউনিলিভার, টিকে গ্রুপ, সেনা, তীর, নোকিয়ার মতো দেশসেরা প্রতিষ্ঠানের পণ্য পাওয়া যাবে। ক্যাম্পেইনটিতে ২৬ টাকায় বিভিন্ন সেলার তাদের সীমিত সংখ্যক জামা, জুতা, গ্যাজেট গ্রাহকদের জন্য অফার করবে।
এই ক্যাম্পেইনে রানার, হিরো এবং কাউয়াসাকি মোটরসাইকেলে সবচেয়ে বড় আকর্ষণ থাকছে উল্লেখ করে ইভ্যালি আরও জানায়, বাজার মূল্য থেকে কিছুটা ডিসকাউন্ট দিবে কোম্পানিগুলো। অফারে মাত্র ৫০০ টাকায় ফ্লোরা লিমিটেডের একটি এইচপি কীবোর্ড-মাউস কম্বো পাওয়া যাবে। ওয়ান+ এন২০ এসই স্মার্টফোন পাওয়া যাবে মাত্র ১৪৯৯৯ টাকায়। ম্যারিকোর সব পণ্যে ডিসকাউন্ট পাওয়া যাবে। ফুড এগ্রো নেটওয়ার্ক শুধু ঢাকার গ্রাহকদের জন্য ৫৫০ টাকা কেজিতে গলদা চিংড়ি অফার করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইভ্যালির প্রতিটি পণ্যে তাদের মুনাফা যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করেছে। ইভ্যালিতে যেসব অর্ডার আসবে সেগুলো মার্চেন্ট সরাসরি ই-কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেবেন। গ্রাহক পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন।
নতুন অফার সম্পর্কে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল বলেন, ইভ্যালি গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ‘বিগ ব্যাং-২’ নিয়ে আমরা হাজির হচ্ছি। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মেথডে বিক্রেতারা তাদের হাজারো পণ্য নিয়ে ইভ্যালির এই ক্যাম্পেইনে যোগ দিয়েছেন। আশা করি এবারের ক্যাম্পেইন গ্রাহকরা অনেক বেশি পছন্দ করবেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল। তারপর থেকেই গ্রাহকদের আস্থা অর্জনের জন্য ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইনসহ নানা অফার ও পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেক মামলা হয়।
এদিকে, চলতি মাসের ১৩ জানুয়ারি অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইভ্যালির সিইও বলেন, চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহ থেকে ইভ্যালির পুরানো গ্রাহকদের দেনা পরিশোধ শুরু হবে। তবে যারা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করেছেন তাদের পাওনা পরিশোধ শুরু হবে আগামী ১৫ দিনের মধ্যেই। তবে সম্পূর্ণ দেনা শোধ করতে দু-তিন বছর সময় লাগবে।
দেনা পরিশোধের অর্থ কোথা থেকে আসবে এমন প্রশ্নে রাসেল বলেন, বিগ ব্যাং অফার ক্যাম্পেইনের আওতায় ৮০ হাজার গ্রাহক পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে প্রকৃতপক্ষে ২৫ হাজার পণ্য বিক্রি হয়েছে। যেখান থেকে মুনাফা হয়েছে ৩৫ লাখ টাকা। মুনাফার অর্থ থেকেই পর্যায়ক্রমে দেনা শোধ করা হবে।
সাধারণ গ্রাহকরা ইভ্যালির কাছে সাড়ে ৩০০ কোটি টাকা পাবেন জানিয়ে ইভ্যালির সিইও বলেন, আর মার্চেন্টরা পাবেন দেড়শ কোটি টাকা। তবে অডিট সম্পন্ন না হওয়ায় প্রকৃত দেনার পরিমাণ নিশ্চিত করে জানানো সম্ভব হচ্ছে না। প্রতিষ্ঠানের অবস্থা ভালো হলে অডিট করা হবে।
আগামী দুমাসের মধ্যে পুরানো গ্রাহক ও মার্চেন্টদের লেনদেন কিংবা অর্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য ইভ্যালির নতুন অ্যাপের মাধ্যমে উপস্থাপন করা হবে বলেও জানান রাসেল। তিনি বলেন, কেউই বাদ পড়বে না। সবার পাওনাই ধীরে ধীরে পরিশোধ করা হবে। এরমধ্যে পুরানো লেনদেন ও অর্ডারের তথ্য নতুন অ্যাপে যুক্ত করার কাজ শুরু করা হয়েছে।