স্বাস্থ্য ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কোনো মৃত্যু নেই। এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪৫৭ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪১ হাজার ৭৪৮ জন।
মঙ্গলবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এতে আরও জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৭৮৯টি। অ্যান্টিজেন টেস্টসহ ১ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এরআগে শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত করোনায় দুজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৯৮ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ২০ লাখ সাত হাজার ৬৫০ জন সুস্থ হয়েছেন।