স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট খেলা দেখে ভক্তরা যতটা মজা পান ঠিক ততটাই এর পেছনে রয়েছে ঝুঁকি। সেজন্য মাঠে ক্রিকেটারদের পরতে হয় নিরাপত্তা সামগ্রী এবং মানতে হয় অনেক নিয়ম। তবে এরপরেও ঘটে যায় হৃদয়বিদারক অনেক ঘটনা। তেমনই এক ঘটনা ঘটার আগে ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ লিগ বিগব্যাশে।
রোববার (১০ ডিসেম্বর) জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে বিগব্যাশের ম্যাচে মুখোমুখি হয় পার্থ স্কর্চার্স এবং মেলবোর্ন রেনেগেডস। ম্যাচটিতে পিচের অবস্থা অনিরাপদ থাকায় পরিত্যক্ত ঘোষণা করা হয়।
জানা গেছে, ম্যাচটির আগে অতিবৃষ্টির কারণে দীর্ঘসময় ধরে পিচ কাভারে ঢেকে রাখা হয়েছিল। এরপরে উইকেট খেলার মতো উপযোগী না হলেও খেলা শুরু করা হয়। তাতেই ঘটে বিপত্তি। বল স্বাভাবিকের থেকে বেশি বাউন্স হয়ে ধেঁয়ে আসছিল। অবস্থা বেগতিক দেখে ৬.৫ ওভারের সময়ে জশ ইংলিশ আপত্তি জানান। এরপরে দুই দলের অধিনায়ক, আম্পায়ার এবং ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করে পরিত্যক্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
আম্পায়ার বেন ট্রেলোয়ার এই ম্যাচ নিয়ে বলেন, ‘উইকেটের বিপজ্জনক অবস্থা দেখে আমরা পরিত্যক্তের সিদ্ধান্ত নিয়েছি। সবশেষ যে বলটি হয়েছিল সেটি দেখে খুবই অবাক হয়েছি। এরপরেই খেলা চালিয়ে নেওয়া সম্ভব ছিল না। ঝুঁকি এড়াতে খেলা বন্ধ করা ছাড়া উপায় ছিল না।’
প্রসঙ্গত, উইকেটে অনাকাঙ্ক্ষিত একটি বাউন্সার কতটা বিপদজনক সেটি সমর্থকেরা দেখেছেন ২০১৪ সালে। সে বছরের নভেম্বরে একটি ম্যাচে ব্যাটিংয়ের সময় শিন অ্যাবোর্টের বাউন্সারে মাথায় গুরুতর আঘাত পান অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ফিল হিউজ। দুইদিন পর হাসপাতালে মৃত্যুবরণ করেন সেই অজি ক্রিকেটার। সেদিন অবশ্য উইকেটে কোনো সমস্যা ছিল না। কিন্তু হিউজের মৃত্যুর পরে আর কিছু নিয়ে ঝুঁকি নেয়নি দেশটির ক্রিকেট বোর্ড।