হোম আন্তর্জাতিক মৃত্যুদণ্ড ঠেকাতে ইরানের কারাগারের বাইরে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে চলমান বিক্ষোভের সঙ্গে জড়িত মামলায় আরও দুজনের শিগগিরই মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে–এমন খবরে কয়েক ডজন মানুষ ইরানের কারাজ শহরের একটি কারাগারের সামনে বিক্ষোভ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে, সোমবার (৯ জানুয়ারি) ভোরে তেহরানের কাছে কারাজের রাজাই-শাহর কারাগারের সামনে ২২ বছর বয়সী মোহাম্মদ ঘোবাদলু ও ১৯ বছর বয়সী মোহাম্মদ বোরোঘানির মৃত্যুদণ্ড রোধ করার জন্য বিক্ষোভ হচ্ছে।

বিক্ষোভে দুজনের পরিবারও ছিল। একটি ভিডিওতে দেখা গেছে, ঘোবাদলুর মা চিৎকার করে বলছেন, ‘আমার সন্তান অসুস্থ, তার মেডিকেল ডকুমেন্ট আছে; কিন্তু তারা গ্রহণ করতে চায় না।’ ঘোবাদলুকে গাড়ি নিয়ে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যের ওপর তুলে দেয়ার অভিযোগ এবং একজনকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়। ভিডিওতে ঘোবদলুর মাকে বলতে শোনা যায়, নিরাপত্তা বাহিনীর যে সদস্য মারা গেছেন, তাকে তার ছেলে হত্যা করেনি।

ঘোবদলুর আইনজীবী আমির রেসিয়ান সোমবার এক টুইটবার্তায় বলেছেন যে তিনি আরেকটি আপিল করেছেন। তিনি দাবি করেছেন, আইন অনুসারে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের সাজা স্থগিত করতে বাধ্য। কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর গত সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হওয়া বিক্ষোভের সঙ্গে জড়িত মামলায় ইরান এ পর্যন্ত চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) দুজনকে ফাঁসিতে ঝোলানো হয় এবং ডিসেম্বরে অন্য দুজনকে ফাঁসি দেয়া হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই মৃত্যুদণ্ডের নিন্দা করেছে এবং বলেছে যে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেয় হয়েছে, যা ইরানের বিচার বিভাগ প্রত্যাখ্যান করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভ সংক্রান্ত মামলায় দুই ডজনেরও বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঝুঁকি রয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন